সিঙ্গাপুরে ক্রেন দুর্ঘটনায় আহত শ্রমিক | সিন মিং বিটিও সাইটে ক্রেন দূর্ঘটনা

দ্য ডেইলি ৭১ আন্তর্জাতিক ডেস্ক:
সিঙ্গাপুরের সিন মিং এলাকায় একটি বিল্ড-টু-অর্ডার (বিটিও) প্রকল্পের নির্মাণস্থলে ক্রেন ভেঙে পড়ে এক শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে, ২৮ সিন মিং স্ট্রিটে অবস্থিত সিন মিং রেসিডেন্সেস প্রকল্পে।

সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (SCDF) জানিয়েছে, ক্রেন ভেঙে পড়ার খবর পাওয়ার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত ব্যক্তিকে ট্যান টক সেন হাসপাতালে নেওয়া হয়। 

পরে তাঁর অস্ত্রোপচার করা হয় বলে নিশ্চিত করেছে শ্রম মন্ত্রণালয় (MOM)হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড (HDB)। তবে কী ধরনের অস্ত্রোপচার হয়েছে তা জানানো হয়নি।

MOM-এর মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় শ্রমিকটি একটি মোবাইল ক্রেনের ডিমোবিলাইজেশন (dismantling) কাজ পর্যবেক্ষণ করছিলেন। এ সময় ক্রেনের বুম ভেঙে জিব মাটিতে পড়ে যায় এবং তাতে শ্রমিকটি গুরুতরভাবে আহত হন।

ঘটনাস্থলের মূল ঠিকাদার প্রতিষ্ঠান কোয়ান ইয়ং কনস্ট্রাকশন, আর আহত শ্রমিকের নিয়োগকর্তা প্রতিষ্ঠান মোহ সেন ক্রেনস। HDB জানিয়েছে, তারা কোয়ান ইয়ং কনস্ট্রাকশনের সঙ্গে মিলে আহত শ্রমিকের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

শ্রম মন্ত্রণালয় (MOM) স্মরণ করিয়ে দিয়েছে যে, সব ধরনের ভারী যন্ত্রপাতি নির্মাতার নির্দেশিকা অনুযায়ী পরিচালনা করতে হবে এবং দক্ষ ব্যক্তির তত্ত্বাবধানে কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ বা খোলার সময় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শ্রমিকদের দূরে রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, সিঙ্গাপুরে ২০২৫ সালের প্রথম ছয় মাসে নির্মাণ খাতে ৭৬টি মৃত্যু ও গুরুতর আহতের ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় পাঁচটি কম।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Loading posts...