১২ রবিউল আওয়াল ৩০/১০/২০২০ খ্রীঃ রোজ শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে রেজভীয়া দরবার কমিটির উদ্দোগে জশনে জুলুসের আয়োজন করেন রেজভীয়া সুন্নিয়া যুব কাফেলা নামক ধর্মীয় সমাজকল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। সহযোগীতায় বাংলাদেশ তরিকত ফেডারেশন।
কটিয়াদি উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উক্ত জুলুসে অংশগ্রহণ করেন । জশনে জুলুসের মিছিলটি রেজভীয়া সুন্নিয়া যুব কাফেলার প্রধান কার্যালয়ের সামনে থেকে বেথইর আনন্দ বাজার, বাঘরাইট, ও কটিয়াদি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান কার্যালয়ে ফিরে আসেন এবং আলোচনা ও মিলাদ মাহফিল , দোয়া এবং তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।
আলোচনা সভা পরিচালনা করেন মোহাম্মদ আলামিন রেজভী, উপদেষ্টা রেজভীয়া সুন্নিয়া যুব কাফেলা।
এ সময় বক্তব্য রাখেন রেজভীয়া সুন্নিয়া যুব কাফেলার দপ্তর সম্পাদক মাহবুব রেজভী , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রেজভী, সহ সভাপতি আতাহার উদ্দিন রেজভী ও বাংলাদেশ তরিকত ফেডারেশন কিশোরগঞ্জ জেলার সভাপতি সোহরাব উদ্দিন এবং রেজভীয়া দরবার কমিটির সাধারণ সম্পাদক মানিক রেজভী , সভাপতি সায়দুজ্জামান সৈয়দু। আরো অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ আলোচনা রাখেন।
পুরো অনুষ্ঠানটি রেজভীয়া সুন্নিয়া যুব কাফেলার ফেইসবুক পেইজ রেজভীয়া সুন্নিয়া যুব কাফেলা থেকে লাইভ দেখানো হয়।
এসময় প্রবাস হতে রেজভীয়া সুন্নিয়া যুব কাফেলার উপদেষ্টা সিদ্দিকুর রহমান, সভাপতি মিজানুর রহমান রেজভী , সাধারণ সম্পাদক জুয়েল রেজভী , আন্তর্জাতিক সম্পাদক খোকন রেজভী, সহ অর্থ আদায়কারী সম্পাদক নাঈম রেজভী ও অন্যান্য নেতৃবৃন্দ সার্বক্ষণিক মনিটরিং করেন এবং ভিডিও শুভেচ্ছা বার্তা জানান। সার্বিকতত্বাবধানে ছিলেন মিজান রেজভী অর্থসম্পাদক , রেজভীয়া সুন্নিয়া যুব কাফেলা।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুবকর রেজভী , ধর্ম বিষয়ক সম্পাদক রেজভীয়া সুন্নিয়া যুব কাফেলা
0 মন্তব্যসমূহ
Thank you for your comments.
Our Technical Support team will assist you shortly if required.
Best regards,
Thedaily71