কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ: দুইজন গ্রেফতার, আদালতে রিমান্ড মঞ্জুর
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আশরাফুল ইসলাম (২০) ও জিৎ সরকার (১৯)। শনিবার (গত ১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম সুমন জানান, শনিবার রাত ১০টায় ভিকটিম ইকুরিয়া এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় আশ্রয় ও খাবার দেওয়ার কথা বলে আশরাফুল ও জিৎ তাকে স্থানীয় এক বাসায় নিয়ে যায়। পরে আরও দুইজন সেখানে যোগ দিয়ে পালাক্রমে তাকে গণধর্ষণ করে।
চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে দুইজনকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। পরে ধর্ষণের শিকার নারী নিজেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আশরাফুলের বাবার নাম মাসুদ ফরাজী, তিনি দক্ষিণ কেরানীগঞ্জের পান গাও এলাকার বাসিন্দা। অন্যদিকে, জিৎ সরকারের বাবার নাম সৌম্য সরকার, তার বাড়িও একই এলাকায়।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় আরও অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।
সোর্সঃ দৈনিক ইনকিলাব
0 মন্তব্যসমূহ
Thank you for your comments.
Our Technical Support team will assist you shortly if required.
Best regards,
Thedaily71