নারী নির্যাতন প্রতিরোধে ২৪ ঘণ্টার হটলাইন চালু করলো পুলিশ
নারীদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স বিশেষ হটলাইন চালু করেছে। এখন থেকে নারীরা আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্থা বা যৌন হয়রানির শিকার হলে যেকোনো স্থান থেকে পুলিশের নির্ধারিত হটলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন।
হটলাইন নম্বরগুলো হলো:
📞 ০১৩২০০০২০০১
📞 ০১৩২০০০২০০২
📞 ০১৩২০০০০২২২
এই হটলাইন নম্বরগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে, যাতে দ্রুত অভিযোগ গ্রহণ ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
সোমবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশ অঙ্গীকারাবদ্ধ। পাশাপাশি, সাইবার অপরাধের শিকার নারীদের জন্যও আইনিসেবা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you for your comments.
Our Technical Support team will assist you shortly if required.
Best regards,
Thedaily71