আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি

তোমাকে ভালবাসি – রেদোয়ান মাসুদ


আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
হৃদয় ডাকছে তোমার কাছে আসি
শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ
চোখ কি বলে?

তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।

আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
কাছে এসো একবার
তোমায় দেখি।

শুধু কান দিয়ে নিরবে আমার কথা শুনো
শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Loading posts...