আপনি যদি কোনো পরিবারের কর্তা হন, তাহলে নিশ্চয় লক্ষ্য করেছেন জীবনের বিভিন্ন পর্যায়ে নানা উপলক্ষে বড় অংকের টাকার দরকার হয়েই পড়ে।
সেটা হতে পারে সন্তানের উচ্চশিক্ষা, কিংবা আপনার বৃদ্ধ পিতামাতার চিকিৎসা, সন্তান সন্ততির বিবাহ দেয়া, পরিবারকে নিয়ে বহুল প্রতীক্ষিত কোনো টুরিস্ট স্পটে ঘুরতে যাওয়া।
জনগণকে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করে
বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে
সঞ্চয় স্কীমের মাধ্যমে আহরিত অর্থ দ্বারা জাতীয় বাজেট ঘাটতি পূরণ করা
বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কীমের মাধ্যমে আহরণ করা
মাসিকভিত্তিতে মুনাফা দেয়া হয়
হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায়
নমিনি নিয়োগ করা যায়
মেয়াদান্তে মুনাফা ১১.৫২%
একক নামে সবোর্চ্চ ৪৫ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনা যায়
সঞ্চয়পত্র এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তর করা যায় (সঞ্চয়পত্র ব্যুরো হতে সঞ্চয় ব্যুরো, ব্যাংক হতে ব্যাংক এবং ডাকঘর হতে ডাকঘর)
প্রক্রিয়া:
বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস, সব বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সারাদেশে ৭১টি সঞ্চয় ব্যুরো অফিস এবং পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়। ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়।
সেবা না পেলে কার কাছে যাবেন
পরিচালক (প্রশাসন), ফোন: ৮৮-০২-৯৫৮৮৪১০; যুগ্ন সচিব (প্রশাসন), ফোন: ৮৮-০২-৯৫৭৬৫০৩;
এ সবকিছুই করা সম্ভব হবে যদি আপনি আপনার কষ্টে অর্জিত অর্থ সঞ্চয় করে রাখেন।
বিভিন্ন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান সমূহে টাকা জমা রাখা যায়। তবে সবচেয়ে নিরাপদ এবং লাভজনক হল জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ৫ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র কেনা।
সেবার সুবিধা:
সেবার সুবিধা:
জনগণকে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করে
বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে
সঞ্চয় স্কীমের মাধ্যমে আহরিত অর্থ দ্বারা জাতীয় বাজেট ঘাটতি পূরণ করা
বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কীমের মাধ্যমে আহরণ করা
মাসিকভিত্তিতে মুনাফা দেয়া হয়
হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায়
নমিনি নিয়োগ করা যায়
মেয়াদান্তে মুনাফা ১১.৫২%
একক নামে সবোর্চ্চ ৪৫ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনা যায়
সঞ্চয়পত্র এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তর করা যায় (সঞ্চয়পত্র ব্যুরো হতে সঞ্চয় ব্যুরো, ব্যাংক হতে ব্যাংক এবং ডাকঘর হতে ডাকঘর)
প্রক্রিয়া:
বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস, সব বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সারাদেশে ৭১টি সঞ্চয় ব্যুরো অফিস এবং পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়। ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়।
নগদ টাকা ও চেকের মাধ্যমে সঞ্চয়পত্র কেনা যায়।
নমিনি নিয়োগ করা যায়; ক্রেতা মৃত্যুবরণ করলে নমিনি যেকোনো সময় সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন।
নমিনি ইচ্ছা করলে মেয়াদপূর্তি করেও সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবে।
নমিনি নিয়োগ করা বাধ্যতামূলক নয়. তবে করিয়ে রাখলে ভাল।
তবে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র ব্যাংক ঋণের/ব্যবসা বাণিজ্যের জন্য জামানত/আমানত হিসেবে ব্যবহার করা যাবে না।
সেবার ক্যাটাগরি
নাগরিক সেবা
মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়
বিভাগ
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
অধিদপ্তর
জাতীয় সঞ্চয় অধিদপ্তর
যোগ্যতা
আঠার ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা, যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ওমহিলা) এবং পঁয়ষট্টি ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক।
প্রয়োজনীয় কাগজপত্র
ক্রেতার দুই কপি ছবি
জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ/ পাসপোর্ট এর ফটোকপি
নমিনি থাকলে প্রত্যেকের দুই কপি ছবি
প্রয়োজনীয় খরচ
বিনামূল্যে
সেবা প্রাপ্তির সময়
সাথেসাথে
কাজ শুরু হবে
জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকসমূহ এবং ডাকঘর এর সংশ্লিষ্ট বিভাগে
সেবার ক্যাটাগরি
নাগরিক সেবা
মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়
বিভাগ
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
অধিদপ্তর
জাতীয় সঞ্চয় অধিদপ্তর
যোগ্যতা
আঠার ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা, যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ওমহিলা) এবং পঁয়ষট্টি ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক।
প্রয়োজনীয় কাগজপত্র
ক্রেতার দুই কপি ছবি
জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ/ পাসপোর্ট এর ফটোকপি
নমিনি থাকলে প্রত্যেকের দুই কপি ছবি
প্রয়োজনীয় খরচ
বিনামূল্যে
সেবা প্রাপ্তির সময়
সাথেসাথে
কাজ শুরু হবে
জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকসমূহ এবং ডাকঘর এর সংশ্লিষ্ট বিভাগে
আবেদনের সময়
সারা বছর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
সারা বছর
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
সেবা না পেলে কার কাছে যাবেন
পরিচালক (প্রশাসন), ফোন: ৮৮-০২-৯৫৮৮৪১০; যুগ্ন সচিব (প্রশাসন), ফোন: ৮৮-০২-৯৫৭৬৫০৩;
0 মন্তব্যসমূহ
Thank you for your comments.
Our Technical Support team will assist you shortly if required.
Best regards,
Thedaily71