ডাক জীবন বীমা এবং অ্যানুইটি

ডাক জীবন বীমা
(প্রবর্তনঃ ১৮৭২ খ্রিঃ)

ডাক জীবন বীমা সরকার কর্তৃক পরিচালিত।
(১) যারা এ বীমা করতে পারেনঃ  ১৯ থেকে ৫৫ বছর বয়সী সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক।

(২)  পলিসির ধরণঃ (ক) জীবন চুক্তি বীমা; (খ) মেয়াদী বীমা;    (গ) শিক্ষা মেয়াদী বীমা; (ঙ)  বিবাহ বীমা; (ঙ) এন্ডোমেন্ট বীমা।

(৩) অন্যান্য সুবিধাঃ
(ক) আয়কর রিবেট পাওয়া যায় (খ) প্রিমিয়ামের হার কম বোনাসের পরিমাণ বেশী (গ) ১০০% ঝুঁকির নিরাপত্তা (ঘ) আকস্মিক মৃত্যু ও চির-অক্ষমতার মঙ্গল বিধান চুক্তি (ঙ) ডাক্তারী পরীক্ষা ছাড়া পলিসি।

(৩) প্রচলিত বোনাসঃ
বীমার শ্রেণী                   প্রতি হাজারে প্রতি বছরে বোনাস
(ক)     আজীন বীমা                         ৪২.০০ টাকা
(খ)      মেয়াদী বীমা                        ৩৩.০০ টাকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Loading posts...