🩸 রক্ত দিলে কি DNA পরিবর্তন হয়?
অনেকেই মনে করেন, একজনের রক্ত অন্যজনকে দিলে তার DNA-ও বদলে যায় বা দুইজনের DNA এক হয়ে যায়। কিন্তু আসল সত্যটা হলো — রক্তদানে DNA পরিবর্তন হয় না!
🔬 মানুষের শরীরের DNA মূলত থাকে কোষের নিউক্লিয়াসে।
কিন্তু আমাদের লাল রক্তকণিকা (RBC)-এর মধ্যে নিউক্লিয়াসই থাকে না, তাই এতে DNA-ও থাকে না।
অর্থাৎ, আপনি যখন কারও রক্ত নেন বা দেন, সেই রক্তে সাধারণত কোনো কার্যকর DNA স্থানান্তর হয় না।
🧬 হ্যাঁ, রক্তে সামান্য পরিমাণে সাদা রক্তকণিকা (WBC) থাকে — এগুলোর মধ্যে DNA থাকে। তবে এগুলো অল্প সময়ের মধ্যেই মারা যায় বা শরীর নিজেই সরিয়ে ফেলে। তাই কারও DNA স্থায়ীভাবে আপনার শরীরে থেকে যায় না।
💡 তবে একটি ব্যতিক্রম আছে — যদি কেউ Bone Marrow Transplant (হাড়ের মজ্জা প্রতিস্থাপন) নেয়, তখন দাতার স্টেম সেল থেকে নতুন রক্ত তৈরি হয়। এই ক্ষেত্রে রক্তের জিনেটিক প্রোফাইল দাতার মতো হয়ে যেতে পারে। কিন্তু সেটিও কেবল রক্তের ক্ষেত্রে সীমিত, আপনার শরীরের অন্য কোষের DNA বদলায় না।
👉 সংক্ষেপে:
রক্তদান = জীবন দান ❤️
DNA পরিবর্তন নয় 🧬
0 মন্তব্যসমূহ
Thank you for your comments.
Our Technical Support team will assist you shortly if required.
Best regards,
Thedaily71