বুধবার, ৬ আগস্ট ২০২৫ সন্ধ্যায়, সিঙ্গাপুরের পুংগল ফিল্ড ওয়াকের একটি ১৬ তলা ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ইউনিটটি ওয়াটারউডস এক্সিকিউটিভ কন্ডোমিনিয়ামের অন্তর্গত।
ঘটনাস্থলে পৌঁছে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (SCDF) জরুরি পদক্ষেপ নেয় এবং দরজা ভেঙে ভিতরে ঢুকে চারজনকে উদ্ধার করে। আগুন নেভাতে একটি জলের পাইপ (water jet) ব্যবহার করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে দুইজনকে কেকে নারী ও শিশু হাসপাতালে এবং একজনকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে যেতে রাজি হননি।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রায় ১০০ জন বাসিন্দাকে পাশের ইউনিটগুলো থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
0 মন্তব্যসমূহ
Thank you for your comments.
Our Technical Support team will assist you shortly if required.
Best regards,
Thedaily71