তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে বান্দ্রা পুলিশ সুশান্তের প্রাক্তন ম্যানেজারদের তলব করে।
তাদের বয়ান রেকর্ড করা হয়।
বান্দ্রা পুলিশকে সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী জানান,
কারণ, সুশান্তের আর্থিক কোনও সমস্যা ছিল না।
বান্দ্রা পুলিশ জানিয়েছে,
বান্দ্রা পুলিশ জানিয়েছে,
সুশান্তের ম্যানেজার হিসেবে শ্রুতি কাজ করেছিলেন ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
প্রতি মাসে সুশান্তের খরচ ছিল ১০ লক্ষের কাছাকাছি। বান্দ্রাতে তাঁর ফ্ল্যাট ভাড়া ছিল সাড়ে চার লক্ষ। লোনাওয়ালায় পাবনা বাঁধের কাছে একটি ফার্মহাউসও ভাড়া করেছিলেন এই অভিনেতা।
সেখানে বেশ কয়েক লক্ষ টাকা খরচ করেন তিনি। গাড়ি ও বাইকের প্রতি দুর্বলতা ছিল সুশান্তের।
সেখানে বেশ কয়েক লক্ষ টাকা খরচ করেন তিনি। গাড়ি ও বাইকের প্রতি দুর্বলতা ছিল সুশান্তের।
দামী গাড়ি ছিল তাঁর। রেঞ্জ রোভার, মাসেরাতি কোয়াত্রোপোর্তে ও একটি বিএমডব্লু বাইক ছিল অভিনেতার।
সুশান্ত বর্তমানে চারটি কাজে যুক্ত ছিল।
এর আগে, বান্দ্রা পুলিশের হাতে আসে যশরাজ ফিল্মসের সঙ্গে তরুণ এই অভিনেতার চুক্তিপত্র।
সেই সব কাগজপত্র খতিয়ে দেখে পুলিশ।
অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট বা এডিআরে যে তথ্য রয়েছে, সেগুলিও তদন্তে সাহায্য করবে বলে মনে করছে পুলিশ।
অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট বা এডিআরে যে তথ্য রয়েছে, সেগুলিও তদন্তে সাহায্য করবে বলে মনে করছে পুলিশ।
তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের আইনজীবীকে জেরা করেছে।
সুশান্তের আইনজীবী প্রিয়াঙ্কা খেমানিকে শনিবার ৫ ঘন্টা ধরে জেরা করে তাঁর বয়ান রেকর্ড করা হয়।
এখনও পর্যন্ত ১৫ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ এই মামলায়।
এখনও পর্যন্ত ১৫ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ এই মামলায়।
বান্দ্রা পুলিশ জানিয়েছে নেশন ইন্ডিয়া ফর ওয়ার্ল্ড নামের একটি প্রজেক্ট শুরু করেছিলেন সুশান্ত।
যার মাধ্যমে নাসা ও ইসরো থেকে নানা তথ্য তুলে ধরার কথা ছিল।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে সুশান্তের বাড়িতে বিশেষ টেলিস্কোপ রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you for your comments.
Our Technical Support team will assist you shortly if required.
Best regards,
Thedaily71