ইউটিউবের প্রধান কার্যালয়ে গুলিতে তিন নারী আহত হয়েছে।
বুধবার, এপ্রিল ০৪, ২০১৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের প্রধান কার্যালয়ে গুলিতে তিন নারী আহত হয়েছে। সন্দেহজনক হামলাকারী নারীকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সিএনএন’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। ক্যালিফোর্নিয়া পুলিশ প্রধান বারবার্নি সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় কিংবা হামলার কারণ জানা যায়নি।
হামলাকারী আহত তিনজনের যে কোনো একজনের পরিচিত বলে পুলিশ ধারণা করছে। পুলিশের দুই সদস্য সিএনএনকে এমনটি জানায়। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জাকারবার্গ সানফ্রান্সিসকো জেনারেল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছে। তবে একজন আশঙ্কামুক্ত থাকার কথা তিনি নিশ্চিত করেন।
0 মন্তব্যসমূহ
Thank you for your comments.
Our Technical Support team will assist you shortly if required.
Best regards,
Thedaily71