হৃদরোগের একটি অন্যতম প্রধান উপসর্গ বুকের মাঝখানে ব্যথা।
সঙ্গে শরীর ঘেমে যায়।
হৃদযন্ত্রের কোন অংশে রক্ত সরবরাহ হীণতা জনিত কারণে বুকে ব্যথা হতে পারে। মনে রাখতে হবে বুকে বিভিন্ন কারনে ব্যথা হতে পারে।
বুকে ব্যথা হওয়ার অন্যান্য কারণ গুলোর মধ্যে রয়েছে ফুসফুসের রোগ, বিভিন্ন মাংসপেশী ও হাড়ের রোগ, গলনালীর রোগ, পরিপাকতন্ত্রের রোগ, ঘাড় ও পিঠের মেরুদন্ডের রোগ, দুশ্চিন্তা ইত্যাদি।
হৃদরোগের কারণে যে বুকে ব্যথা হয় তাকে এনজাইনা পেক্টোরিস বা এনজাইনা বলা হয়।
উপসর্গ
সাধারণতঃ বুকের ভিতরে মাঝখানে (সমতল হাড়ের নীচে) চাপ ব্যথা অনুভূত হয় সাথে অস্বস্তিকর অনুভূতি হয়।
বুকভারী লাগা অথবা বুকের চারদিকে চাপ অনুভব করা।
রোগের কারণ
রোগ নির্নয়
রোগ নির্ণয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রাথমিকভাবে কিছু পরীক্ষা- নিরীক্ষার প্রয়োজন পড়ে ।
যেমন-
রক্তনালিতে সমস্যা পরীক্ষার জন্য এনজিওগ্রাম করা যেতে পারে।
চিকিৎসা বা আরোগ্য লাভের উপায়
রোগ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও ঔষধ সেবন করাতে হবে।
এছাড়া রোগের অবস্থা অনুযায়ী চিকিৎসক অপারেশনের অথবা এনজিওগ্রাম এর পরামর্শ দিতে পারেন।
উপসর্গ
সাধারণতঃ বুকের ভিতরে মাঝখানে (সমতল হাড়ের নীচে) চাপ ব্যথা অনুভূত হয় সাথে অস্বস্তিকর অনুভূতি হয়।
বুকভারী লাগা অথবা বুকের চারদিকে চাপ অনুভব করা।
রোগের কারণ
- শারীরিক পরিশ্রম
- দুশ্চিন্তা
- অতিরিক্ত খাওয়া-দাওয়া,বিশেষ করে তৈলাক্ত খাবার
- হঠাৎ করে খুব ঠান্ডা আবহাওয়া
- করোনারী ধমনী জনিত রোগ
- বাজারে প্রচলিত ফাষ্ট ফুড নিয়মিত খাওয়া
- ধূমপান ও অধিক মদ খাওয়া
রোগ নির্নয়
রোগ নির্ণয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রাথমিকভাবে কিছু পরীক্ষা- নিরীক্ষার প্রয়োজন পড়ে ।
যেমন-
- ইসিজি
- রক্তে শর্করা ও চর্বির পরিমাণ
- উচ্চ রক্তচাপ আছে কিনা
- ইকো-কার্ডিওগ্রাম করতে হয়
রক্তনালিতে সমস্যা পরীক্ষার জন্য এনজিওগ্রাম করা যেতে পারে।
চিকিৎসা বা আরোগ্য লাভের উপায়
রোগ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও ঔষধ সেবন করাতে হবে।
এছাড়া রোগের অবস্থা অনুযায়ী চিকিৎসক অপারেশনের অথবা এনজিওগ্রাম এর পরামর্শ দিতে পারেন।
চিকিৎসার জন্য যোগাযোগ
প্রতিরোধের উপায়
হৃদযন্ত্রের রোগ থেকে বুকের ব্যথা প্রতিরোধ করার জন্য কিছু বিষয় মেনে চলতে হবে।
যেমন:
সচরাচর জিজ্ঞাসা
প্রশ্ন.১. বুকে ব্যথা কেন হয়?
উত্তর. হৃদযন্ত্রের কোন অংশে রক্ত সরবরাহহীণতা জনিত কারণে বুকে ব্যথা হতে পারে। বুকে ব্যথা হওয়ার অন্যান্য কারণ গুলোর মধ্যে রয়েছে ফুসফুসের রোগ, বিভিন্ন মাংসপেশী ও হাড়ের রোগ, গলনালীর রোগ, পরিপাকতন্ত্রের রোগ, ঘাড় ও পিঠের মেরুদন্ডের রোগ, দুশ্চিন্তা ইত্যাদি। হৃদরোগের কারণে যে বুকে ব্যথা হয় তাকে এনজাইনা পেক্টোরিস বা এনজাইনা বলা হয়।
প্রশ্ন.২.বুক ব্যথার উপসর্গ গুলো কি কি?
উত্তর.
সাধারণত বুকের ভিতরে মাঝখানে (সমতল হাড়ের নীচে) চাপ ব্যথা অনুভূত হয় সাথে অস্বস্তিকর অনুভূতি
বুকভারী লাগা অথবা বুকের চারদিকে চাপ অনুভব করা
প্রশ্ন.৩.বুক ব্যথার চিকিৎসার জন্য কোথায় যোগাযোগ করতে হবে?
উত্তর.
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জেলা সদর হাসপাতাল
মেডিকেল কলেজ হাসপতাল
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রশ্ন.৪. হৃদরোগ জনিত বুকের ব্যথা কিভাবে প্রতিরোধ করা যায়?
উত্তর.
ধূমপান ত্যাগ করতে হবে
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে
দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে হবে
চর্বি জাতীয় খাবার ত্যাগ করতে হবে
হালকা ব্যায়াম করতে হবে
দেহের স্থূলতা দূর করতে হবে
অ্যালকোহল বা মদ্যপান বর্জন করতে হবে
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- জেলা সদর হাসপাতাল
- মেডিকেল কলেজ হাসপতাল
- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট
- বেসরকারী হাসপাতাল
প্রতিরোধের উপায়
হৃদযন্ত্রের রোগ থেকে বুকের ব্যথা প্রতিরোধ করার জন্য কিছু বিষয় মেনে চলতে হবে।
যেমন:
- ধূমপান ত্যাগ করতে হবে
- ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে
- দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে হবে
- চর্বি জাতীয় খাবার ত্যাগ করতে হবে
- হালকা ব্যায়াম করতে হবে
- দেহের স্থূলতা দূর করতে হবে
- অ্যালকোহল বা মদ্যপান বর্জন করতে হবে
- মানসিক প্রশান্তিতে থাকতে হবে
সচরাচর জিজ্ঞাসা
প্রশ্ন.১. বুকে ব্যথা কেন হয়?
উত্তর. হৃদযন্ত্রের কোন অংশে রক্ত সরবরাহহীণতা জনিত কারণে বুকে ব্যথা হতে পারে। বুকে ব্যথা হওয়ার অন্যান্য কারণ গুলোর মধ্যে রয়েছে ফুসফুসের রোগ, বিভিন্ন মাংসপেশী ও হাড়ের রোগ, গলনালীর রোগ, পরিপাকতন্ত্রের রোগ, ঘাড় ও পিঠের মেরুদন্ডের রোগ, দুশ্চিন্তা ইত্যাদি। হৃদরোগের কারণে যে বুকে ব্যথা হয় তাকে এনজাইনা পেক্টোরিস বা এনজাইনা বলা হয়।
প্রশ্ন.২.বুক ব্যথার উপসর্গ গুলো কি কি?
উত্তর.
সাধারণত বুকের ভিতরে মাঝখানে (সমতল হাড়ের নীচে) চাপ ব্যথা অনুভূত হয় সাথে অস্বস্তিকর অনুভূতি
বুকভারী লাগা অথবা বুকের চারদিকে চাপ অনুভব করা
প্রশ্ন.৩.বুক ব্যথার চিকিৎসার জন্য কোথায় যোগাযোগ করতে হবে?
উত্তর.
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জেলা সদর হাসপাতাল
মেডিকেল কলেজ হাসপতাল
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রশ্ন.৪. হৃদরোগ জনিত বুকের ব্যথা কিভাবে প্রতিরোধ করা যায়?
উত্তর.
ধূমপান ত্যাগ করতে হবে
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে
দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে হবে
চর্বি জাতীয় খাবার ত্যাগ করতে হবে
হালকা ব্যায়াম করতে হবে
দেহের স্থূলতা দূর করতে হবে
অ্যালকোহল বা মদ্যপান বর্জন করতে হবে
0 মন্তব্যসমূহ
Thank you for your comments.
Our Technical Support team will assist you shortly if required.
Best regards,
Thedaily71