২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
১০০ শতাংশ লাভ করা সম্ভব। উৎপাদন-খরচ প্রতি ১০০টি রাবার ব্যান্ডের জন্য ২০ থেকে ২৫ টাকা। বিক্রি করা সম্ভব ৫০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
সুবিধা:
প্রতিদিন গড়ে একজন শ্রমিক ৫০০ থেকে ১ হাজার পিস হেয়ার ব্যান্ড তৈরি করতে পারেন। রাবার তৈরির পাশাপাশি এই একই কাঁচামাল দিয়ে খেলনা, কলমের ক্যাপ, চাবির রিং তৈরি করা সম্ভব। খুব বেশি জায়গার প্রয়োজন নেই। নিজের বাড়ির যেকোনো একটি ঘরেই পণ্য উৎপাদন শুরু করা যায়।
যা প্রয়োজন:
মোল্ডিং মেশিন, পুঁতি, রাবার, জরি, সোনালি সুতা, ক্লিপ, আঠা ও নানা রকম প্লাস্টিক দ্রব্য ও বিভিন্ন আকারের ডাইস।
প্রস্তুত প্রণালি:
মোল্ডিং মেশিনে প্লাস্টিক গলিয়ে ডাইসে ফেলে নানা আকার দিয়ে তাতে রাবার সংযুক্ত করতে হবে। এরপর ডিজাইনের চমক আনতে নানা রকম জরি বা সোনালি সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে।
বাজারজাতকরণ:
এই পণ্যের ভোক্তা বা ক্রেতা পুরোপুরি নারী। যদিও এই আধুনিক সময়ে এসে কিছুসংখ্যক পুরুষ ক্রেতাও এর ভোক্তা।
তথ্য: তথ্য আপা প্রকল্প
0 মন্তব্যসমূহ
Thank you for your comments.
Our Technical Support team will assist you shortly if required.
Best regards,
Thedaily71